এম.এ.আর.নয়ন: যশোরের অভয়নগরে নাঈমা খাতুন (৮) নামের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আমজাদ মোল্যা নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ই আগস্ট) দিবাগত রাতে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমজাদ মোল্যা (৪০) বালিয়াডাঙ্গা গ্রামের মৃত কোরাইশ মোল্যার ছেলে। পুলিশ জানায়, রবিবার (৭ই আগস্ট) বিকাল ৫টা ২০ মিনিট থেকে রাত সাড়ে ১০টার মধ্যে কোন এক সময়ে ভিকটিম নাঈমা খাতুনকে বালিয়াডাঙ্গা গ্রামস্থ শফি কামালের ঘেরের দক্ষিণপাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ শেষে হত্যার পর লাশ ঘেরের দক্ষিণপাড় সংলগ্ন বিলের কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। এ ঘটনায় শিশুটির পিতা মনিরুল বিশ্বাস বাদী হয়ে অভয়নগর থানায় এজাহার দায়ের করলে যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর দিকনির্দেশনায় অভয়নগর থানার অফিসার ইনচার্জ এ কে এম শামীম হাসানের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আকরাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ সোমবার দিবাগত রাতে বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে আমজাদ মোল্যাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।