এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৭৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১৩ই আগস্ট) সন্ধ্যায় দর্শনার রামনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত শফিকুল ইসলাম ওরফে কাজল (৩৮) দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামের মো. রবিউল হকের ছেলে।
শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ (সিপিসি-২) ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল শনিবার সন্ধ্যায় দর্শনা থানাধীন রামনগর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে শফিকুল ইসলাম নামের একজনকে আটক করা হয়। এ সময় তার হেফাজত হতে ১৭৮ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল এবং ২টি সিমকার্ড উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। জব্দকৃত আলামতসহ আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।