এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ৩ প্রতিষ্ঠানকে এক লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ই আগস্ট) দুপুর ৩টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। তিনি জানান, বিসিআইসি সারের ডিলার মেসার্স জনির উদ্দিন অ্যান্ড ব্রাদার্সকে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সার ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের অপরাধে গত ৩রা আগস্ট ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ ধরনের কাজ করা থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। কিন্তু তিনি সতর্ক না হয়ে পুনরায় বেশি দামে সার বিক্রয় করছেন এমন অভিযোগে মঙ্গলবার প্রতিষ্ঠানটিতে পুনরায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে এক হাজার ১০০ টাকার টিএসপির বস্তা এক হাজার ৬৫০ টাকায় বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া মেসার্স মুসলিম বেকারি ও কনা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকরভাবে পণ্য তৈরির অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কনা আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানার পাশাপাশি সবকিছু ঠিকঠাক না করা পর্যন্ত সাময়িক বন্ধ করে দেওয়া হয়। এসআই লিটনের নেতৃত্বে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।