নিজস্ব প্রতিবেদক ।। মাদারীপুর কালকিনিতে পুকুর থেকে খায়রুল ইসলাম কবিরাজ (২৬) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি যুবকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে ।
এলাকা সুত্রে জানাযায়, উপজেলার সিডিখান ইউনিয়নের চরদৌলত খান উত্তর কান্দি গ্রামের লোকমান কবিরাজের মেঝ ছেলে মেশায় সেনেটারি মিস্তিরি ছিল। খায়রুল গত ৩ দিন ধরে নিখোঁজ ছিল। মঙ্গলবার সন্ধ্যায় যুবকের বাড়ির পাশের খাঁন বাড়ি মসজিদের পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসি কালকিনি থানা খবর দেয় পরে থানা পুলিশ এসে খায়রুলের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের লোকজন জানান, বাড়ির পাশের শিকারী কান্দি গ্রামের জাকির প্যাদার মেয়ে দীপার সাথে ৪ – ৫ বছরের প্রেম ছিল খায়রুলের। দীপার বাবা এলাকায় প্রভাবশালী হওয়ায় বিভিন্ন সময় হত্যার হুমকি ধামকি দিয়ে আসছিল নিহতে পরিবারকে। এ ঘটনার জেরেই এই হত্যা কান্ডের ঘটনা ঘটেছে বলে পরিবারের দাবি। নিহতের পরিবার কালকিনি থানার একটি অভিযোগ দাখিল করেছে।
মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ জানান, ভাসমান একটি লাশ উদ্ধার করে পোস্টমর্টেম এর জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। পোস্টমর্টেম এর রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।