এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার বিদায়ী পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকভিত্তিক গ্রুপ ‘চুয়াডাঙ্গা পরিবার’ এর পরিচালকবৃন্দ। বুধবার (১৭ই আগস্ট) দুপুর ১২টার সময় পুলিশ সুপারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পরিবারের প্রতিষ্ঠাতা ও হিজলগাড়ী প্রেস ক্লাবের সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক লাবলুর রহমান, চুয়াডাঙ্গা পরিবারের পরিচালক (প্রশাসন) হাসান জামিল সবুজ, পরিচালক (তথ্য ও প্রচার) এম.এ.আর.নয়ন, পরিচালক এম.এইচ.সম্রাট, শান্ত, ইব্রাহিম খালিদ, সামিউল ইসলাম অভি, হাসান শাহরিয়ার অপূর্ব। উল্লেখ্য, পুলিশ সুপার জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলায় যোগদানের পর থেকে প্রায় ৩ বছর যাবৎ জেলার আপামর জনসাধারণের নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করে চলেছেন। জোড়া লাগিয়েছেন অসংখ্য ভাঙা সংসার, অর্জন করেছেন মানবিক পুলিশ সুপারের খ্যাতি। তার নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা পুলিশ একাধিকবার খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে। সম্প্রতি তিনি চুয়াডাঙ্গা হতে সিআইডি ঢাকায় বদলির আদেশপ্রাপ্ত হয়েছেন। বদলিজনিত বিদায় উপলক্ষ্যে চুয়াডাঙ্গা পরিবারের পরিচালকবৃন্দ পুলিশ সুপার জাহিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।