প্রধান শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা ~ আপডেট নিউজ

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহারুল ইসলাম কর্তৃক ক্রীড়া শিক্ষক শোয়েব আক্তার ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট শামীম রেজা শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১২ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান শিক্ষকের বিচারের দাবিতে শিক্ষার্থীরা নানাধরনের স্লোগান দেন।

এছাড়া তাঁরা প্রধান শিক্ষকের বিচার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দেন। উল্লেখ্য, রবিবার (১১ই সেপ্টেম্বর) কাবাডি খেলায় অংশগ্রহণ নিয়ে প্রধান শিক্ষক নাহারুল ইসলামের সাথে ক্রীড়া শিক্ষক শোয়েব হোসেনের বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষককে স্কেল দিয়ে মেরে পিঠ দাগিয়ে দেন। এ সময় ল্যাব অ্যাসিস্ট্যান্ট শামীম রেজা বাকবিতণ্ডা থামাতে গিয়ে তিনিও কিছুটা আঘাতপ্রাপ্ত হন। এই ঘটনায় প্রধান শিক্ষকের বিচারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।