ছবি: আপডেট নিউজ
এম.এ.আর.নয়ন: ৩৯৪ পুরিয়া হেরোইনসহ একাধিক মাদক মামলার আসামি মোছা: মৌসুমী (৩৫)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১৪ই সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানাধীন পুড়াভিটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মৌসুমী পুড়াভিটা গ্রামের আব্দুল রাজ্জাকের স্ত্রী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বের ৭টি মামলা রয়েছে। বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বুধবার সকাল সাড়ে ১০টার সময় রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া ইউপির পুড়াভিটা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে পেশাদার মাদক ব্যবসায়ী মৌসুমীকে তার বসতবাড়ি হতে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে ৪৩ গ্রাম (৩৯৪ পুরিয়া) হেরোইন, ১টি মোবাইল ও ২টি সিমকার্ড উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে তা জব্দ করা হয়।
জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।