ছবি: আপডেট নিউজ

এম.এ.আর.নয়ন: ‘পাখি ও বন্যপ্রাণী প্রকৃতির আধার, পাখি ও বন্যপ্রাণী রক্ষার দায়িত্ব আপনার আমার সবার’ এই স্লোগানে মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতামূলক প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯শে সেপ্টেম্বর) দুপুরে মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে বিশদ আলোচনা করেন সংগঠনের সক্রিয় সদস্য হুসাইন আহমেদ রাফী। এ সময় শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ এবং এই সচেতনতামূলক বার্তা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।

মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মনিরুজ্জামান, কামরুননাহার মিনু, শ্রী কমল কুমার বিশ্বাস এবং মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের রাসেল শেখ, সাগর হোসেন, মারুফ বিশ্বাস ও মিনহাজ রহমান প্রমুখ। মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা ও পাখিপ্রেমী শাহিন সরকার বলেন, ‘বন্যপ্রাণী, দেশীয় বা পরিযায়ী পাখি শিকার, হত্যা, আটক, ক্রয়-বিক্রয়, পাচার ও দখলে রাখা বা খাওয়া দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে কারণে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ২ লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। পাখি ও বন্যপ্রাণী আমাদের প্রকৃতির অংশ, এদের সংরক্ষণে এগিয়ে আসুন। জনসচেতনতামূলক কার্যক্রমই পারে আমাদের প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা করতে।