ছবি: আপডেট নিউজ
এম.এ.আর.নয়ন: জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ‘আজকের বসুন্ধরা’ পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শুক্রবার (২৩শে সেপ্টেম্বর) বিকালে ঢাকার পল্টন এলাকাস্থ আলরাজী কমপ্লেক্স ভবনের ৪র্থ তলায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পত্রিকাটির প্রতিনিধিদের উপস্থিতি মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং আজকের বসুন্ধরা পত্রিকার প্রয়াত প্রকাশক এসএম শওকত রেজার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে কেক কেটে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আলোচনা সভা এবং পত্রিকায় বিশেষ অবদান রাখা প্রতিনিধের সম্মাননা প্রদান করা হয়।

দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফরিদ খান। এ সময় সম্পাদক সোহেল রানা বলেন, ‘আপনাদের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। আমিও চেষ্টা করেছি আপনাদের সকলকে খুশি করতে। প্রতিনিধিরা হচ্ছে পত্রিকার প্রাণ। আপনাদের নিয়েই আমার এগিয়ে চলা। আমি একা কোনদিনও প্রতিষ্ঠান চালাতে পারবো না। সকলকে নিয়েই আমাকে চলতে হবে। আপনারা কেউ কপি নিউজ করবেন না। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করে নিজে সংবাদ তৈরি করবেন। আপনাদের সকলেই সহযোগিতায় আজকের বসুন্ধরা অচিরেই প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকায় পরিণত হবে।’ এ সময় উপস্থিত ছিলেন আজকের বসুন্ধরা পত্রিকার চিফ রিপোর্টার সাইদুর রহমান বাবুল, সিনিয়র স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন, আব্দাহিয়ুর রহমান আপেল, চিফ স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, চিফ ক্রাইম রিপোর্টার শিবলী সাদিক খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন সকল স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ব্যুরো প্রধানগণসহ জেলা ও উপজেলা প্রতিনিধিগণ।