স্বর্ণের বারসহ বিজিবির মাঝে আটককৃত আসামি » আপডেট নিউজ
এম.এ.আর.নয়ন: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৪০টি স্বর্ণের বারসহ মো. শওকত আলী (৫৫) নামের একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯শে সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাটিলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত শওকত আলী মহেশপুর উপজেলার মাটিলা গ্রামের মুনছুর আলী মণ্ডলের ছেলে। বৃহস্পতিবার রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক শাহীন আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত মাটিলা বিওপির বিশেষ টহল দল বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা গ্রামের মো. আতিকুর রহমান তরফদারের বাড়ির পশ্চিশ পাশে জোড়া পুকুর এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে টহল দলের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন এক ব্যক্তি দৌড়ে পালানোর সময় টহল দলটি তাকে ধাওয়া করে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে তার কাছে শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকৃত স্বর্ণের বার রয়েছে।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির শরীর তল্লাশি করে ৪০টি স্বর্ণের বার উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। জব্দকৃত এসব স্বর্ণের বারের ওজন ৪ কেজি ৬৫৫ গ্রাম, যার আনুমানিক মূল্য ৩ কোটি ৩১ লক্ষ ৯২ হাজার ২১৮ টাকা। এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপার্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো মামলার তদন্ত কর্মকর্তার সমন্বয়ে ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।