অনলাইন ডেস্ক:: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রতারক মাসুম আলী (৩২) ও তার সহযোগী আব্দুল মতিন (২০) নামে দুজন গ্রেপ্তার হন। এই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে এসিড প্রয়োগের মাধ্যমে টিউমারের চিকিৎসা করতে গিয়ে এক রোগীর অবস্থা সংকটাপন্ন করে তোলার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ওমরপুর খোঁচপাড়া গ্রামে মাসুম আলীর নিজস্ব চেম্বার আদর্শ চিকিৎসালয়ে অভিযান চালানো হয়।

র‍্যাব ক্যাম্পের কম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান।

এ অভিযানে জব্দ হয় দুটি প্রেসক্রিপশন প্যাড, একটি বিপি মেশিন ও ওষুধ ক্রয়ের ভাউচার। গ্রেপ্তারকৃত মাসুম ওই গ্রামের শফিকুল ইসলাম ওরফে সুফিয়ানের ছেলে ও তার সহযোগী মতিন শিবগঞ্জের শ্যামপুর টিকোশ গ্রামের একরামুল হকের ছেলে।

শুক্রবার (১৪ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ গোয়েন্দা তথ্যের সাহায্যে অভিযান চালানো হয়। গ্রেপ্তাররা স্বীকৃত কোনো মেডিক্যাল কলেজ থেকে পাস না করেও প্রতারণার আশ্রয় নিয়ে ডাক্তারি প্রেসক্রিপশন বানিয়ে ভুল চিকিৎসা দিয়ে আসছেন তারা। বিগত কয়েক বছর ধরে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন।

একজন ভুক্তভোগীর সুনির্দিষ্ট অভিযোগে জানা যায়, তিনি তার স্ত্রীর মাথার টিউমার অপারেশন করার জন্য ওই ভুয়া চিকিৎসকের শরণাপন্ন হলে তিনি ওষুধ দেওয়া বা অস্ত্রোপচার না করে সেখানে এসিড প্রয়োগ করেন। এতে রোগীর অবস্থা গুরুতর হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে চাঞ্চল্য সৃষ্টি হয়। এ ঘটনায় র‌্যাব সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক ও তার সহযোগীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।