“নষ্ট বিবেক”

মোহাম্মদ এমরান

বেঁচে থাকতে বোঝা ভাবে
মরে গেলে কান্দে!
বাবা মায়ের আদরের সন্তান
পরে নষ্ট বিবেকের ফান্দে !

কি দিয়েছি কি পেয়েছি
হিসেব কষে বসে!
বাবা মায়ের নেয় না তো খোঁজ
একটু ভালোবেসে !

নষ্ট সন্তান নষ্ট বিবেক
আয়েশ খোঁজে মনে!
বাবা মাকে দেয়ার সময়
সেফ দিয়ে পয়সা গণে !

বউ জামাইয়ের ভালোবাসায়
সন্তান থাকে দূরে!
বাবা মায়ের শুনলে কথা
মাথা ঘুরে পরে !

সন্তান যতোই হোক না খারাপ
বাবা মায়ের ধন!
সন্তানের জন্য সবসময়ই কাঁদে
বাবা মায়ের মন !

আজ যাহারা সন্তান ভবে
কালকে তাহারাই পিতা মাতা!
পরশু দিনই খুলতে হবে
হিসাবের হাল খাতা !