“তোমার শহরে”
মোহাম্মদ এমরান
তোমার শহরে উড়বো বলে
রাত জাগিলাম পাছে!
তোমার সাথে বন্ধু আমার
একটা কথা আছে!
হাজার তারার আলোর মাঝে
তোমায় দেখতে পাই!
ঘুম পাড়ানি নিশিথ পাখির
গানও ভুলে যাই!
তোমার শহরের আকাশ জুড়ে
ঝলকানো সব রূপ!
ইরিশ পাখির গান শুনে মন
আমি থাকি চুপ!