ছবি» আপডেট নিউজ
এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও বাজে পণ্য জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। মঙ্গলবার (১লা নভেম্বর) বেলা ১২টার সময় ভ্রাম্যমাণ এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারে চিনি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি করা হয়। তদারকিকালে ওই বাজারের মেসার্স আকিদুল স্টোর থেকে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। এছাড়া সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে ভেজাল ও মেয়াদ মূল্যবিহীন খাদ্যপণ্য বিক্রয়ের অপরাধে মেসার্স পলাশ স্টোরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনার কাজে সার্বিক সহযোগিতা করেন। সজল আহম্মেদ আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।