উথলী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে উপস্থিত অতিথিবৃন্দ। ছবি» আপডেট নিউজ
এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী-২০২২ এর বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একাদশ শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে বুধবার (২রা নভেম্বর) সকাল ১০টার সময় কলেজের হলরুমে এই বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উথলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগ ও উথলী ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজটির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মান্নান পিল্টু, ইংরেজি বিভাগের প্রভাষক সায়েমুল হক এবং ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মহিউদ্দন। এ সময় কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, সকল ছাত্র-ছাত্রী ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিগত দিনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী লাইলী খাতুন, সাবিদ বিন বাপ্পী, রাশেদ আলী। বিদা মধ্যে বক্তব্য রাখেন সাদিকা ইসলাম দিশা ও শাকিল আহম্মেদ। পরে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল ইসলাম।
উল্লেখ্য, আগামী ৬ই নভেম্বর থেকে সারাদেশে একযোগে শুরু হবে ২০২২ সালের এইচএসসি পরীক্ষা। এ বছর উথলী ডিগ্রি কলেজ থেকে মোট ১২৩ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। ভালো ফলাফলের জন্য পরীক্ষার্থীরা সকলের নিকট দোয়া কামনা করেছেন।