উদ্ধারকৃত স্বর্ণালংকারসহ পুলিশের মাঝে গ্রেফতারকৃত আসামি» আপডেট নিউজ

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় ১২ ঘণ্টার মধ্যে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার হয়েছে। এ সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানাধীন রামনগর গ্রামের মাঝেরপাড়ার মৃত ইলিয়াছের ছেলে আল-আমিন (৪০)। তাকে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, আলমডাঙ্গা থানাধীন শালিকা গ্রামের রাজন আলী একজন মালয়েশিয়া প্রবাসী। তার স্ত্রী আরফিনা খাতুন দুই সন্তান ও শাশুড়িকে নিয়ে স্বামীর বাড়িতেই থাকেন। গত বুধবার বিকালে আল-আমিন নিজের নাম শাহজাহান এবং রাজনের সাথে সে মালয়েশিয়ায় ছিল এমন পরিচয় দিয়ে আরফিনা খাতুনের বাড়িতে প্রবেশ করে। আরফিনা খাতুন সরল বিশ্বাসে তাকে ঘরের বারান্দায় বসতে বলে নাস্তার ব্যবস্থা করতে যায়। এ সময় আল-আমিন মোবাইল ফোনে কথা বলতে বলতে ঘরের মধ্যে যায় এবং ওয়ারড্রপের তালা ভেঙে সেখানে থাকা বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার চুরি করে প্যান্টের পকেটে রাখার সময় আরফিনা খাতুনের মেয়ে মারিয়া খাতুন দেখে ফেলে চিৎকার শুরু করে। অবস্থা বেগতিক দেখে আল-আমিন দ্রুত তার পালসার মোটরসাইকেল ও অপ্পো মোবাইল ফোন ফেলে পালিয়ে যায়। বিষয়টি জানতে পেরে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনকে অবহিত করা হয়। আসামির ফেলে যাওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালনের তত্ত্বাবধানে আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) একরামুল হোসেনের নেতৃত্বে এসআই সালাউদ্দিন এবং এসআই পলাশ পারভেজ সঙ্গীয় অফিসার ফোর্সসহ রামনগর গ্রামে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৩রা নভেম্বর) ভোরে আল-আমিনকে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করেন। এ সময় তার হেফাজত হতে উদ্ধার করা হয় ব্রোঞ্জের উপর স্বর্ণের প্রলেপ দেওয়া ৪ আনা ওজনের এক জোড়া স্বর্ণের বালা, ৫ আনা ২ রতি ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, ১ আনা ৩ রতি ওজনের একটি স্বর্ণের আংটি, ১ আনা ৪ রতি ওজনের একটি স্বর্ণের ব্রেসলেট।