জব্দকৃত স্বর্ণের বারসহ বিজিবির মাঝে আটককৃত যুবক সুমন মণ্ডল » আপডেট নিউজ
এম.এ.আর.নয়ন: ঝিনাইদহের মহেশপুর থানাধীন গুড়দাহ বাজার হতে স্বর্ণের বারসহ সুমন মণ্ডল (২৩) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৬ই নভেম্বর) দুপুর ২টার সময় ৫টি স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটককৃত সুমন মণ্ডল মহেশপুর থানাধীন কাজীরবেড় গ্রামের উত্তরপাড়ার হামিদুল মণ্ডলের ছেলে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার রাতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বর্ণ পাচারের গোপন সংবাদ পেয়ে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে শ্যামকুড় বিওপির টহল দল রবিবার দুপুরে মহেশপুর থানাধীন গুড়দাহ বাজারের পশ্চিম দিকে পাকা রাস্তার পাশে স্পিড ব্রেকারের নিকট অবস্থান গ্রহণ করেন।
এ সময় একটি ইজিবাইকের গতিরোধ করে সুমন মণ্ডলের নামের এক যুবককে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত যুবকের পরিহিত স্যান্ডেলের ডান পায়ের তালুর নিচ হতে কালো কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২টি এবং বাম পায়ের তালুর নিচ হতে খাকি কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩টি স্বর্ণের বারসহ মোট ৫টি স্বর্ণের বার উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়।
জব্দকৃত এসব স্বর্ণের বারের ওজন ৫৮২.৮৬ গ্রাম (৪৯ ভরি ১৫ আনা ৩ রতি)। যার আনুমানিক মূল্য ৪১ লক্ষ ২২ হাজার ৪২২ টাকা। এ ঘটনায় আটককৃত যুবকের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপার্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো মামলার তদন্ত কর্মকর্তার সমন্বয়ে জমা করা হয়েছে ঝিনাইদহ ট্রেজারি অফিসে।