খেলাধুলা:: একের পর এক রেকর্ড যেন ভেঙেই চলেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপে নিজেদের আজকের খেলায় একই সঙ্গে দুই দুইটি রেকর্ড গড়লেন সিআর সেভেন।
কাতার বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার রাত ১০টায় মাঠে নামে পর্তুগাল ও ঘানা। স্টেডিয়াম ৯৭৪ এ ম্যাচটি শুরু হয় ম্যাচটি। যে ম্যাচে গোলের হিসেবে মেসিকে ছাড়িয়ে গেলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
বিশ্বকাপে এ নিয়ে রোনালদোর গোলসংখ্যা এখন ৮। সে দিক দিয়ে মেসি করেন ৭ গোল।আজকের এই ম্যাচে পেনাল্টি থেকে গোল করার মধ্য দিয়ে অন্যন্য এক রেকর্ড গরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে রোনালদোর গোলে এগিয়ে যায় পর্তুগাল।
আর তাতেই একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপের পাঁচ আসরে রোনালদো গোল করার কৃতিত্ব অর্জন করেন।কাতার বিশ্বকাপের আগে রোনালদোর গোল ছিল ৭টি, মেসি করেছিলেন ৬ গোল। সৌদি আরবের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে রোনালদোর গোল সংখ্যা স্পর্শ করেন আর্জেন্টাইন সুপারস্টার।
কিন্তু রোনালদো মেসিকে আবার ছাড়িয়ে গেলেন ঘানার বিপক্ষে গোল করে। মেসির মতো তিনিও এদিন পেনাল্টি থেকেই গোলটি করেন। ৬৪ মিনিটে ঘানার ডি বক্সের ভেতর রোনালদোকে ফেলে দেন ঘানার মোহাম্মদ সালিসু। ফলে পেনাল্টি পায় পর্তুগাল, সেখান থেকে দলকে লিড এনে দেন সময়ের সেরা এই ফুটবলার।