বরগুনা প্রতিনিধি:: বরগুনায় বিনামূল্যে চোখের চিকিৎসা পেয়েছে এক হাজার শিক্ষার্থী। জেলার ২৮টি স্কুল, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চোখের চিকিৎসা ও চশমা বিতরণ করা হয়ছে। ইউএসএআইডির সহযোগিতায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সিএসএফ গ্লোবাল সংস্থার উদ্যোগে অসহায় ও গরিব শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে চিকিৎসা সেবা ও চশমা বিতরণ করা হয়।

রোববার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় বরগুনা শহরের কড়ইতলা সোনাখালী গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে চশমা বিতরণ অনুষ্ঠান হয়।

সংগঠনটির কমিউনিটি মবিলাইজার মেহেদী হাসান অপু বলেন, বরগুনা, পটুয়াখালী ও ভোলাসহ বিভিন্ন জেলায় সিএসএফ গ্লোবাল সংস্থা উদ্যোগে প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসার গরিব অসহায় শিক্ষার্থীদেরকে চিকিৎসা সেবা এবং বিভিন্ন সহযোগিতা করে আসছে।

আয়োজকরা জানান, যে সকল শিক্ষার্থীরা অর্থ ব্যয় করে চোখে ডাক্তার দেখাতে পারছে না, চশমা কিনতে পারছেন না তাদের জন্য আমরা বিনামূল্যে চোখের ডাক্তারের ব্যবস্থা ও চশমা বিতরণ করছি। এখন পর্যন্ত বরগুনা জেলায় হাজারের ওপরে অসহায় গরীব শিক্ষার্থীদের চশমা বিতরণ করা হয়েছে পরবর্তীতে আরও বিতরণ করা হবে।

এ অনুষ্ঠানে করইতলা সোনাখালী গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সাইফুদ্দিন শাহিন, সিএসএফ গ্লোবাল সংস্থা কমিউনিটি মবিলাইজার মেহেদী হাসান অপু, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা ও সহকারী শিক্ষক মোস্তাকিম বিল্লাহসহ স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা