চুয়াডাঙ্গা পরিবারের উদ্যোগে কম্বল বিতরণ কার্যক্রমের খণ্ডচিত্র » আপডেট নিউজ
চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। মাঝেমধ্যেই দিনভর দেখা মিলছে না সূর্যের। এ জেলায় হ্যাটট্রিক হয়েছে সর্বনিম্ন তাপমাত্রার। রবিবার (৮ই জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশদিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ এবং শুক্রবার ৯ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মৌসুমে এর আগেও চুয়াডাঙ্গা জেলায় বেশ কয়েকবার রেকর্ড করা হয়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। তীব্র শীতে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ ও অন্যান্য প্রাণী। গভীর রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো করে ঝরছে কুয়াশা। শরীর ঠাণ্ডা হয়ে যাচ্ছে উত্তরের হিম শীতল বাতাসে। সন্ধ্যার পরপরই হাট-বাজার, দোকান-পাট ও রাস্তাঘাটে কমে যাচ্ছে মানুষজনের উপস্থিতি।
শীতার্ত মানুষের কথা চিন্তা করে তাদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক গ্রুপ চুয়াডাঙ্গা পরিবার। গত কয়েকদিনে গ্রুপটির পরিচালকবৃন্দ জেলার ৪টি উপজেলার বিভিন্ন গ্রামে শতাধিক কম্বল বিতরণ করেছেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা পরিবারের প্রতিষ্ঠাতা সাংবাদিক আরিফ হাসান বলেন, ‘চুয়াডাঙ্গা পরিবারের প্রধান পরিচালক, বিশিষ্ট সমাজসেবক, আরিফ তরফদার ভাইয়ের সহযোগিতায় চুয়াডাঙ্গা পরিবারের উদ্যোগে গতবারের ন্যায় চলতি শীত মৌসুমেও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা নিজেদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। চুয়াডাঙ্গা জেলার ছিন্নমূল,অসহায় ও দুঃস্থ মানুষের শীত লাঘবে আপনারা যারা বিত্তবান আছেন সকলে এগিয়ে আসুন। আমাদের সকলের সম্মিলিত চেষ্টা শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বড় ভূমিকা রাখতে পারে।’
এম.এ.আর.নয়ন/স্টাফ রিপোর্টার/আপডেট নিউজ