উথলী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় » আপডেট নিউজ

চুয়াডাঙ্গা জেলার ৫টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আগামী ১৬ই মার্চ ইভিএম পদ্ধতিতে জেলার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ, আইলহাঁস এবং জীবননগর উপজেলার উথলী, কেডিকে ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া একইদিন অনুষ্ঠিত হবে দর্শনা পৌরসভার উপনির্বাচন। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ২০ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ১০ অনুযায়ী নির্বাচন কমিশন আগামী ১৬ই মার্চ অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ঘোষণা করেছে ১৯শে ফেব্রুয়ারি ২০২৩। বাছাইয়ের তারিখ ২০শে ফেব্রুয়ারি এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭শে ফেব্রুয়ারি। প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে ২৮শে ফেব্রুয়ারি।

তফসিল ঘোষণার খবর শুনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে। দলীয় মনোনয়ন পেতে চেয়ারম্যান প্রার্থীরা পার করছেন ব্যস্ত সময়। কারা হবেন প্রার্থী তা নিয়ে ভোটারদের মধ্যেও চলছে নানা আলোচনা। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে ভোট এমনটাই করছেন কামনা। উথলী ইউনিয়নে আবুল কালাম আজাদ, কেডিকে ইউনিয়নে খায়রুল বাশার শিপলু, মনোহরপুর ইউনিয়নে সোহরাব হোসেন খাঁন, নাগদাহ ইউনিয়নে আবুল কালাম আজাদ এবং আইলহাঁস ইউনিয়নে অ্যাড. আব্দুল মালেক চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

এম.এ.আর.নয়ন/স্টাফ রিপোর্টার।