নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা) থেকে:
ভোলার চরফ্যাসন উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ টাউন মাধ্যমিক বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ মার্চ ) সকাল ১০টায় বিদ্যালয়টির মাঠে এই অনুষ্ঠান শুরু হয়।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জিল্লুর রহমান তুহিন এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চরফ্যাসন উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহের ভূইয়া, চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি ও কুকরী-মুকরী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরফ্যাসন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, পৌর প্যানেল মেয়র মোস্তাহিদুল হক তানভীর, কাউন্সিলর সিদ্দিকুর রহমান মোক্তাদি।
এছাড়াও বিদ্যালয়টির শিক্ষক-কর্মচারী,শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার মাঝে টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে দেশাত্মবোধক গানের পরিবেশনা সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত অতিথিদের মুগ্ধ করে
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।