জব্দকৃত মোটরসাইকেল ও রুপার গহনা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি ৫৩৩ গ্রাম (৩৮৮ ভরি) ওজনের রুপার গহনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ই মার্চ) সকালে চোরাচালানিদের ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি করে এসব রুপার গহনা জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার সকালে সীমান্ত পিলার ৭৭/৪-আর হতে আনুমানিক ২ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা থানাধীন ছয়ঘরিয়া গ্রামের মেইন রাস্তার পূর্ব পাশে গোপনে অবস্থান গ্রহণ করে।
সকাল ৬টার দিকে মোটরসাইকেলযোগে ২জন ব্যক্তিকে দর্শনা অভিমুখে যেতে দেখলে বিজিবি সদস্যরা তাদের গতিরোধের চেষ্টা করে। এসময় তাঁরা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে গেলে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি নিজেদের হেফাজতে নিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে মোটরসাইকেলটির তেলের ট্যাংকির ভেতর হতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ভারতীয় তৈরি ৪ কেজি ৫৩৩ গ্রাম ওজনের রুপার গহনা জব্দ করা হয়।
এ ঘটনায় নায়েব সুবেদার ফারুক হোসেন বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। জব্দকৃত রুপার গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।
প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।