ছবি: আপডেট নিউজ
চুয়াডাঙ্গার দর্শনা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের সাথে হিজলগাড়ী প্রেস ক্লাব সদস্যদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার সময় দর্শনা থানার ওসির অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে দর্শনা থানার নবাগত ওসি ফেরদৌস ওয়াহিদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন হিজলগাড়ী প্রেস ক্লাবের সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক লাবলুর রহমান, সহ-সভাপতি সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক এম.এ.আর.নয়ন, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জনি, সদস্য এম.এইচ.সম্রাট, সাইদুর রহমান, চুয়াডাঙ্গা পরিবারের পরিচালক আশরাফুল প্রধান, গড়াইটুপি ইউপি সদস্য জুয়েল রানা প্রমুখ।
উল্লেখ্য, ফেরদৌস ওয়াহিদ গত ১লা এপ্রিল দর্শনা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি দামুড়হুদা মডেল থানার ওসি ছিলেন। দর্শনা থানায় ওসি হিসেবে যোগদান করায় শনিবার রাতে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন হিজলগাড়ী প্রেস ক্লাবের সদস্যরা।
প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।