উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নে মটর সাইকেলের ধাক্কায় এক মহিলা পথচারী নিহত হয়েছে। ১৭ এপ্রিল সোমবার রাত ১০ টার সময় দুর্ঘটনা ঘটে । স্হানীয় সুত্রে জানাযায় জল্লা ইউনিয়নের বিল গাববাড়ি গ্রামের অনিল হালদারের স্ত্রী মনষা হালদার (৬০) আগৈলঝড়া উপজেলার মোল্লা পাড়ার হরিনাম কীর্তন অনুষ্ঠানের উদ্দেশ্যে রওয়ানা করেন। এ সময় আগৈলঝাড়া উপজেলার আশকোর গ্রমের মটরসাইকেল চালক দুলাল (৪০) কারফা বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন। যাবার পথে রাস্তার মধ্যে মনষা হালদারের হাতে থাকা টস লাইটটি হাত থেকে পরে যায়। মনষা হালদার পরে যাওয়া লাইটটি উঠাতে গেলে মটরসাইকেল চালক দুলাল নিয়ন্ত্রণ হারিয়ে মনষা হালদারকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা করলে পথিমধ্যে মৃত্যুবরণ করেন।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: কামরুল হাসান সড়ক দুর্ঘটনার কথা স্বীকার করেন এবং সংবাদ পেয়ে ঘটনা স্হানে ঐ ইউনিয়নের বীট অফিসার এস আই সজীবকে পাঠানো হয়েছে । এস আই সজীব জানান আমি নিহতের বাড়ি গিয়ে সুরাতাহাল করি। নিহতর পরিবারদের কোন অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে অনুমতি নিয়ে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।