ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে মাটিভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ব্র্যাকের এক নারী এনজিওকর্মী নিহত হয়েছেন। বুধবার (৩রা মে) বেলা সাড়ে ১২টার দিকে সেনেরহুদা গ্রামের বসুতিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজমা খাতুনের (৩২) বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়। তিনি আন্দুলবাড়ীয়া ব্র্যাক অফিসের মাঠকর্মী ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন নাজমা খাতুনের সহকর্মী অনাদী চরণ (৩৩)। তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তাঁর বাড়ি সাতক্ষীরা জেলায়।
স্থানীয়সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া শাখার ব্র্যাক অফিসের এক নারী ও এক পুরুষকর্মী মোটরসাইকেলযোগে (সাতক্ষীরা হ ১৮-৬২১৩) সেনেরহুদা গ্রামের মধ্য দিয়ে উথলী বাজারের দিকে যাচ্ছিলেন। তাঁরা সেনেরহুদা বসুতিপাড়ার বটতলা এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা দেহাটি অভিমুখী মাটিভর্তি একটি ট্রাক্টর দেখে মোটরসাইকেল চালক সড়কের উপর ব্রেক চাপলে রাস্তার উপর থাকা ভুট্টার খড়ির উপর পিচলিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এসময় মোটরসাইকেলের পিছনে বসে থাকা নাজমা খাতুন মোটরসাইকেলসহ সড়কের উপর এবং মোটরসাইকেল চালক সড়কের পাশে পড়ে যান। ট্রাক্টরের সাথে মোটরসাইকেলটির সরাসরি কোনো সংঘর্ষ না হলেও সড়কের উপর পড়ে যাওয়ার কারণে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নাজমা খাতুন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনার খবর পেয়ে জীবননগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ নিজেদের হেফাজতে নিয়েছেন। উল্লেখ্য, জীবননগর উপজেলার বিভিন্ন সড়কের উপর শাকগাছ বিছিয়ে রাখা ও খড়ি শুকানোর ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসলেও এসব বিষয় থেকে পরিত্রাণ পাওয়া যায়নি। যার কারণে বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনা ঘটছে। আজও রাস্তার উপর খড়ি রাখার কারণেই মূলত এই দুর্ঘটনা ঘটে। তাছাড়া ঘটনাস্থলে সড়কের পাশে খড়ি গাদা থাকার কারণে মোটরসাইকেল চালক সামনের দিকে যেতে পারেননি। তিনি বাধ্য হয়ে সড়কের উপরে থাকা খড়ির উপরই ব্রেক চাপতে বাধ্য হয়েছেন। স্থানীয়রা জানান, সড়কের উভয় পাশে পর্যাপ্ত জায়গা না রাখলে এভাবে সড়ক দু্র্ঘটনা ঘটতেই থাকবে। পাশাপাশি গ্রামের সরু রাস্তা দিয়ে দিনের বেলা মাটিভর্তি ট্রাক্টর চলাচলও বন্ধ করা উচিৎ। চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে মাটিভর্তি এসব ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে অনেকেই মৃত্যুবরণ করেছেন। কিন্তু ট্রাক্টর চালকদের কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যায়নি।
এদিকে ট্রাক্টরটি আটকের জন্য সেনেরহুদা গ্রামের কতিপয় যুবক মোটরসাইকেলযোগে দেহাটি গ্রামের শাহ ইটভাটায় গেলে ভাটার লোকজনের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়। হামলাকারীদের বাটামের আঘাতে সেনেরহুদা গ্রামের দুই যুবক রক্তাক্ত জখম হয়েছেন। তাদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে।
প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।