বিশ্বের মর্যাদাসম্পন্ন চলচ্চিত্র উৎসব ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়ালি প্রচারণা শুরু করলো ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্ট এর সিনেমা ‘কাঠগোলাপ’। ফরমান আলীর প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেন সাজ্জাদ খান।
শনিবার (২০ মে) দুপুর ১২.৩০ মিনিটে কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসির স্টলে ‘কাঠগোলাপ’র পোস্টার উম্মোচন করেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান আহমেদ মুজতবা জামাল শোভন। পোস্টার উন্মোচন অনুষ্ঠান পরিচালনা ও বক্তব্য রাখেন ডিইউজে সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ। এ সময় ‘কাঠগোলাপ’র পরিচালক সাজ্জাদ খান উপস্থিত ছিলেন।
সিনেমাটির প্রযোজক ফরমান আলী সূত্রে জানা যায়, কান চলচ্চিত্র উৎসবে ‘কাঠগোলাপ’ আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর সিনেমাটি দেশে এবং বিদেশের উৎসবে অংশ নিবে।
সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- কেয়া, রাশেদ মামুন অপু, সুজন হাবিব, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল, জামশেদ শামীমসহ আরও অনেককেই।