অনলাইন ডেস্ক:: সাতক্ষীরার সীমান্তে ইছামতি নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩০০ কেজি ওজনের একটি শাপলা মাছ। রবিবার (৪ জুন) রাত ৮টার দিকে ইছামতি নদীর খানজিয়া এলাকায় মাছটি ধরা পড়ে।
খানজিয়া গ্রামের ইসমাঈল গাজীর ছেলে আজিজুল জাল ফেলেন নদীতে। এক পর্যায়ে মাছটি আজিজুলের জালে আটকে গেলে স্থানীয়দের সহায়তায় মাছটি উপরে তোলেন। আশপাশের লোকজন মাছটি দেখতে ভিড় জমান। পরে সোমবার সকালে গাজীরহাটের মৎস্য ব্যবসায়ী রবিনসহ তিন জন ব্যবসায়ী কেজি প্রতি ৩২০ টাকা হিসেবে মাছটি কেনেন।রবিন জানান, তিনজনে মিলে মাছটি ৩২০ টাকা কেজি করে কিনেছেন। মাছটি বরিশালে নিয়ে যাওয়ার জন্য প্রসেসিং করে বরফ দিয়ে রাখা হয়েছে।