চারদিনের সফরে সুইজারল্যান্ডে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪-১৫ জুন অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগ দিতে গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন। চারদিনের সফরে যাওয়া প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা) জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন
পররাষ্ট্র মন্ত্রী এ, কে আব্দুল মোমেন এর জেনেভায় সৌজন্য সাক্ষাত করেন এসময়ে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডে আওয়ামী লীগের সভাপতি রজতসিংহ, সিনিয়র সভাপতি ও সুইজ হাসপাতাল চেয়ারম্যান আকন আজাদ , সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম এগার সুইজারল্যান্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।