আন্তর্জাতিক ডেস্ক:: ঘুমের মধ্যে এক পরিবারের সদস্যকে গুলি করে খুন করেছে আত্মীয়রা। জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠান নিয়ে ওই পরিবারের সঙ্গে আত্মীয়দের মতবিরোধ হয়েছিল। তার জেরেই পরিবারকে শেষ করে দেওয়া হয়েছে।
বুধবার (২৮ জুন) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে।প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, একটি বিয়ে নিয়ে আত্মীয়দের সঙ্গে মতবিরোধ হয়েছিল ওই পরিবারের সদস্যদের। সেই নিয়ে তুমুল অশান্তি ছড়িয়ে পড়ে। বুধবার ভোররাতে ওই পরিবারের বাড়িতে চড়াও হয় আত্মীয়রা। পরিবারের সকলেই তখন ঘুমাচ্ছিলেন। খুন করেই পালিয়ে যায় আত্মীয়রা।
পুলিশের অনুমান, আত্মীয়দের উপস্থিতি টের পাননি পরিবারের সদস্যরা। বাড়িতে ঢুকেই নির্বিচারে গুলি চালাতে শুরু করে আত্মীয়রা। বাড়ির মধ্যেই মৃত্যু হয় পরিবারের সকলের।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন তিনজন নারী ও ছয়জন পুরুষ।
মর্মান্তিক ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় আধাসেনা। তারাই মরদেহগুলি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এরইমধ্যে নৃশংস খুনের তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। বিয়ে নিয়ে মতবিরোধের তত্ত্ব প্রকাশ্যে আসতেই পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। বর্তমানে জেলায় প্রবেশ ও বেরনোর সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছে, যেন খুনিরা জেলা ছেড়ে পালাতে না পারে।
মালাকান্দ জেলার মুখ্যমন্ত্রী মহম্মদ আজম খান জানিয়েছেন, মৃতদের পরিবারকে ন্যায়বিচার দেওয়া হবে। খুনিদের ধরতে আরো তৎপর হতে হবে পুলিশকে।
সূত্র: ডন নিউজ, এনডিটিভি