গৌরনদী সরিকলে এসএসসি-৯৫ ব্যাচের মিলন মেলা
রিপোর্টার শামীম মীর, বরিশাল।।পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে এসএসসি ১৯৯৫ ব্যাচ শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘গৌরনদী সরিকল ইউনিয়ন ৯৫ ব্যাচ যেখানে প্রাণের স্পন্দন সেখানে’ শ্লোগানে দিনব্যাপী শুরু হয় এই মিলন মেলা। সারা দিন নানা কর্মসূচির মধ্য দিয়ে মেতে ছিলেন ১৯৯৫ সালে অনুষ্ঠিত এই সরিকল ইউনিয়ন এসএসসির শিক্ষার্থীরা। তাঁরা আনন্দ শোভাযাত্রা শেষে স্মৃতি রোমান্থনে আনন্দ-বেদনাকাতর হন।
গতকাল ১লা জুলাই ‘ সরিকলে এস.এস.সি ৯৫ ব্যাচ ’-এর উদ্যোগে জেলার গৌরনদী উপজেলার সরিকল মাধ্যমিক বিদ্যালয়ে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
সকালে বিদ্যালয় মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে। পরে পরিচিতি পর্ব, আলোচনা সভা হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৪ এমপি শামীম ওসমানের একান্ত সচিব ও সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হাফিজুর রহমান মান্না , ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাইদুল ইসলাম,রি-ইউনিয়ন বাস্তবায়ন কমিটি ( ৯৫ ব্যাচ) কমিটির-এর আহ্বায়ক কমল কান্তি, সদস্য সচিব মোঃ মাসুম দুরানী প্রমুখ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।