অনলাইন ডেস্ক:: সিরাজগঞ্জের কাজিপুরে অভিযান চালিয়ে চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধারসহ সংঘবদ্ধ চোর চক্রের চারজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার মাইজবাড়ি ও শুভগাছা ইউনিয়ন এ অভিযানটি পরিচালনা করা হয়।
আটকরা হলেন, উপজেলার কুনকুনিয়া মোল্লাবাডড়ি এলাকার সাকিবুল হাসান, ছালাভরা মধ্যপাড়া এলাকার ইউসুফ মন্ডল, কুনকুনিয়া হঠাৎপাড়া এলাকার বিপ্লব মিয়া ও বিয়াড়া চরপাড়া এলাকার শরিফুল ইসলাম জয়।
কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার মাইজবাড়ি ও শুভগাছা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের চারজনকে আটক করা হয়। এ সময় ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।তিনি আরো জানান, আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।