বরিশাল প্রতিনিধি:: বরিশালের আগৈলঝাড়া উপজেলার বড়ইতলা সংযোগসড়ক থেকে গৈলা সড়কে ঢুকতে একটি ব্রিজ রয়েছে। ব্রিজটির মাঝখানে ভেঙে বিপদজনক গর্ত হয়েছে। প্রতিদিন ঐ ব্রিজ দিয়ে শতাধিক লোকজনসহ যান চলাচল করে। এমতাবস্থায় ব্রিজটির সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা গৈলা মডেল ইউনিয়নের গৈলা-বড়ইতলা সড়কের বড়ইতলা গ্রামে ৫ বছর আগে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছিল। গত ৪ বছর আগেই ব্রিজের মাঝখানে ভেঙে রড বের হয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে।

গর্তের কারণে ব্রিজটি দিয়ে যানবাহনের চালকরা যাত্রী না নামিয়ে চলাচল করতে পারছে না।ঐ ব্রিজ দিয়ে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ প্রতিদিন শতশত লোকজন চলাচল করছে। রাতের বেলায় চলাচল করতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হচ্ছে সাধারণ লোকজন।এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রবীন্দ্র নাথ বলেন, ব্রিজটি দেখে সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।