জীবননগরের নবাগত ইউএনও হাসিনা মমতাজের সাথে সাংবাদিকদের মতবিনিময়

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা মমতাজ। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম, সাংবাদিক নারায়ণ ভৌমিক, সালাউদ্দীন কাজল, মু্ন্সি রায়হান, আকিমুল ইসলাম, চাষী রমজান, নুর আলম, জহিরুল ইসলাম, জাহিদুল ইসলাম মামুন, এম আই মুকুল, মুতাছিন বিল্লাহ, এ আর ডাবলু, অর্পণ রকি, এম এইচ সম্রাট, আব্দুলাহ প্রমুখ। মতবিনিময়কালে তিনি জীবননগর উপজেলার সার্বিক বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, ইউএনও মো. রোকুনুজ্জামান পদোন্নতিসূত্রে জীবননগর থেকে বিদায় নেওয়ার পর গত ১৯শে জুলাই বিকালে হাসিনা মমতাজ জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। জীবননগরে যোগদানের পূর্বে তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।