বাকেরগঞ্জ প্রতিনিধি:: বাকেরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র ২৫ সদস্য বিশিষ্ট গারুড়িয়া ইউনিয়ন শাখা কমিটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোজাম্মেল হোসেন মোহন এবং সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ৩১ জুলাই অনুমোদন দিয়েছেন। সংগঠনের দফতর সম্পাদক মোঃ মঈন-উল-ইসলাম কবির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠনের বিষয়ে প্রকাশ করেন।

গর্বের বাকেরগঞ্জ’র গারুড়িয়া ইউনিয়ন শাখা কমিটিতে  লোকমান হোসেনকে আহ্বায়ক, এম সাইফুল ইসলাম শিহাব কে সদস্য সচিব করে যথাক্রমে সদস্য করা হয়েছে,  শাহিন হাওলাদার, কামাল হোসেন, মোহাম্মদ শাখাওয়াত হোসেন,  রাজু হাওলাদার, পিন্টু চন্দ্র রায়, আব্দুস সালাম হাওলাদার, তরিকুল ইসলাম বাইজিদ ডাকুয়া,  মানসুর রহমান, নুরুজ্জামান মিরা, ফারুক হাওলাদার,  আবু বক্কর হাওলাদার, সাকিব হাওলাদার, নয়ন হাওলাদার নাঈম, রুম্মান হাওলাদার, লোকমান হাওলাদার, নাঈম হাওলাদার,  সাব্বির হাওলাদার,  আনসার মল্লিক,  হাসান মোল্লা, সঞ্জয় চন্দ্র মজুমদার, মন্টু চন্দ্র রায়,  নেছার উদ্দিন,  জিহাদ হাওলাদার প্রমুখকে।