নাজমুল হক মুন্না।। জেলার উজিরপুরে নদী ভাঙন রোধে তৈরি অর্ধকোটি টাকার ব্লক অবশেষে ফেরত দিলেন পাউবোর উপসহকারী প্রকৌশলী শাকিল ইসলাম রানা। শনিবার সকাল ৯ টায় ট্রাকযোগে বাড়ীতে নিয়ে আসা ব্লক গুলো ফেরত দিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড(পাউবো)’র কার্য্যালয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযুক্ত পাউবো কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী শাকিল ইসলাম রানা। নদী ভাঙন রোধে তৈরি ব্লক পাউবোর কর্মকর্তার বাড়ীতে, এ নিয়ে সমকালে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। এ ঘটনায় তদন্তের জন্য উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিনকে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম। তদন্তকরে জেলা প্রশাসকের কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন।
পাউবোর যান্ত্রীক শাখার উপ-সহকারী প্রকৌশলী শাকিল ইসলাম রান বলেন, কিছুদিন পূর্বে পারিবারিক কাজের জন্য পরিত্যাক্ত কিছু ব্লক আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই বাড়িতে নিয়েছিলাম।’ এখন আবার সেই ব্লকগুলো পাউবো’র যান্ত্রীক শাখার নির্বাহী প্রকৌশলী স্যারের নির্দেশে ফেরত দিয়েছি পানি উন্নয়ন বোর্ডের কার্য্যালয়ে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রীক শাখার নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম বলেন, পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্পের পরিত্যাক্ত অকেয টেষ্টিং ব্লকগুলো উপসহকারী প্রকৌশলী শাকিল ইসলামের বাড়িতে নেওয়ার কথাশুনে ব্লকগুলো ফেরত পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নিদের্শনা অনুযায়ী ব্লকগুলো ফেরত পাঠিয়েছে শাকিল ইসলাম রানা। বর্তমানে ব্লকগুলো পানি উন্নয়ন বোর্ডে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।