বিষাক্ত সাপের কামড়ে আয়েশা খাতুন (২৫) ও তাঁর সাত মাস বয়সি মেয়ে শিশু নুসরাত জাহানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) এ ঘটনা ঘটে। নিহত মা-মেয়ে কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইব্রাহীমের স্ত্রী ও তাঁর শিশু মেয়ে।
নিহতদের পরিবার ও স্থানীয়দের বরাতে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান ঝন্টু গণমাধ্যমকে বলেন, গতকাল বুধবার আনুমানিক রাত ৩টা ৪৫ মিনিটের দিকে ঘুমের মধ্যে আয়েশা খাতুনকে কিছু একটা কামড় দেয়। প্রথমে পোকামাকড় ভেবে গুরুত্ব না দিলেও পরে তাদের মেয়েকে একই সাপে দংশন করলে বিষয়টি বুঝতে পেরে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কিছু বুঝে উঠার আগেই প্রথমে মেয়ে ও পরে আয়েশা খাতুন মারা যান।
তিনি আরও বলেন, ইব্রাহীমের ঘরের খাটের নিচ থেকে গ্রামবাসী বিষধর কালাচ সাপ উদ্ধার করেছে। এমন ঘটনায় ভবানীপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তাপস সরকার গণমাধ্যমকে বলেন, হাসপাতালে আনার আগেই মা ও মেয়ের মৃত্যু হয়েছে। তাই আমরা তাদের চিকিৎসা দিতে পারিনি।