ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৮তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। আজকের বসুন্ধরা পরিবারের আয়োজনে শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানী ঢাকার পুরাতন পল্টন এলাকায় পল্টন টাওয়ারের ৪র্থ তলায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম অডিটোরিয়ামে পত্রিকাটির ১৮তম বর্ষপূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও তরজমা করেন আজকের বসুন্ধরা পত্রিকার কক্সবাজার জেলার বিশেষ প্রতিনিধি আশেক উল্লাহ ফারুকী।
আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খন্দকার তানিয়া, আজকের বসুন্ধরা পত্রিকার চিফ রিপোর্টার সাইদুর রহমান বাবুল, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান এইম এম আমান, বিশেষ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বকুল, দর্শনা প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি আওয়াল হোসেন এবং গাজীপুর জেলা প্রতিনিধি এস এম হিমু সরকার।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান শামীম তালুকদার, রংপুর ব্যুরো প্রধান মোকছেদুর ইসলাম পারভেজ, নরসিংদী জেলা প্রতিনিধি হজরত আলী সরকার সাগর, নোয়াখালী জেলা প্রতিনিধি আবু নাসের, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি রেজিনা আক্তার, ফেনী জেলা প্রতিনিধি দুলাল ভূইয়া, চট্টগ্রামের রিপোর্টার আমান উল্লাহ দৌলত, জামালপুর জেলার বিশেষ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, রাজশাহীর স্টাফ রিপোর্টার আনসার তালুকদার স্বাধীন, ঢাকার স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম, মুক্তাগাছা উপজেলা প্রতিনধি বুলবুল আহমেদসহ অন্যান্য প্রতিনিধিগণ।
অনুষ্ঠানে পত্রিকা অফিসে নিয়মিত সঠিক সংবাদ প্রেরণ করাসহ বিভিন্ন ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী প্রতিনিধির হাতে সম্মাননা স্মারক হিসেবে মেডেল, ক্রেস্ট, সনদসহ অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হয়। পরে কেক কেটে আজকের বসুন্ধরা পত্রিকার ১৮তম বর্ষপূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিফ ক্রাইম রিপোর্টার শিবলী সাদিক খান ও চট্টগ্রাম জেলা ব্যুরো প্রধান ফৌজুল আজাদ চৌধুরী। তবে অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল, অনিবার্য কারণবশত উপস্থিত হতে পারেন নাই।
প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।