নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন( ভোলা): শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চরফ্যাসন উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক। 

সোমবার ( ২৩ অক্টোবর) সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত তিনি পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ১০টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সাথে পুলিশ কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

পূজা মন্ডপ পরিদর্শনের সময় তিনি মন্ডপের দায়িত্ব থাকা ব্যক্তি ও হিন্দু জনসাধারণের  খোঁজখবর নেন এবং তাদের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক জানান, পূজা মন্ডপ পরিদর্শনের সময় উর্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল মঙ্গলবার( ২৪ অক্টোবর) বিজয়া দশমিতে সুর্যাস্তের পূর্বে উপজেলার  সকল পূজা মন্ডপের প্রতিমা বিসর্জনের কথা মন্ডপের দায়িত্বশীলদের জানিয়েছি ।