নিজস্ব প্রতিবেদক:: শীতে ছেলেদের মানানসই পোশাক পৌষ ও মাঘ মাস মিলে শীতকাল। এই দুই মাসে আমাদের দেশে প্রচুর ঠান্ডা পড়ে। ঠান্ডা পড়ার কারণে মানুষের অনেক কাপড়ের প্রয়োজন হয়। বিশেষ করে তাদের প্রয়োজন হয়, যারা প্রতিদিন শীতকালে কাজের জন্য বের হন ঠান্ডার মধ্যে। আর শীত আসতে না আসতে ছেলেদের মাঝে একটা প্রশ্ন তৈরি হয়।
কি ধরনের পোশাক কিনবো? পোশাক আমাদের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। আপনি পোশাকের যত্ন নিন এবং পোশাক আপনার আত্মবিশ্বাস নিজের যত্ন নেবে। এবছর অনেক শীত পড়া শুরু হয়েছে, বাজারে ডেনিম এবং জ্যাকেট সহ অনেক ধরনের জ্যাকেট পাওয়া যাচ্ছে। অনেক ছেলেদেরই পছন্দ জ্যাকেট, এটা ইয়াং ছেলেদের ফ্যাশন স্টাইল। বর্তমানে অনেক কালারফুল জ্যাকেট বাজারে পাওয়া যায়। শীতের পোশাক ক্রয়ের সময় আপনার নির্ধারিত প্রাইজ এবং কোয়ালিটি নিশ্চিত হওয়া উচিৎ। নতুবা অসাধু ব্যবসায়ীদের কাছে আপনি প্রতারণার স্বীকার হতে পারেন।


পোশাকের মডেল হিসেবে রয়েছে বরিশালের ছেলে আমিন বাবু- ছবি আপডেট নিউজ
জ্যাকেটের পাশাপাশি হচ্ছে জিন্স প্যান্ট, সানগ্লাস ও হাত ঘড়ি এগুলো ইউজ করা যায় ফ্যাশন পোশাকের জন্য। যখন বাইরে বের হয় মানুষের একটা আকর্ষণ থাকে। এক একটা লুকস আউটফিটের উপর চাইলে আপনারা এবার শীতে এ ধরনের পোশাক নিতে পারেন।