শামীম মীর, বরিশাল : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপনকে মনোনয়ন দেওয়ায় আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে স্বপনের নিজ ইউনিয়ন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের উদ্যোগে আগরপুর বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তারেকুল ইসলাম তারেক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম, আর বাদল বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুল কবির সবুজ, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ওপেন কুমার মন্ডল সহ অন্যান্যরা।