নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন( ভোলা) থেকেঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের কাছে আমাকে ৫ম বারের মতো দলীয় মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। এর আগে চরফ্যাসন ও মনপুরা থেকে আপনারা আমাকে তিনবার রেকর্ড ভোটের ব্যবধানে এমপি বানিয়ে মহান জাতীয় সংসদে পাঠিয়েছিলেন। সুখে দুখে আপনাদের পাশে ছিলাম।

সামনের দিনগুলি আপনাদের সেবক হিসেবে কাটিয়ে যেতে চাই। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই জনপদে রেকর্ড উন্নয়ন আপনাদের উপহার দিয়েছি। আরও দিতে চাই। আপনাদের প্রতি আমার আহবান, আগামী ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে গিয়ে স্বাধীনতা ও উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিন।
তিনি মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে চরফ্যাসন উপজেলার আছলামপুর ইউনিয়নের বদ্দারহাট এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নৌকা মার্কার পক্ষে নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত হাজারো জনতার সামনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন। 
ইউনিয়নের প্রধান নির্বাচন সমন্বয়কারী উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোরশেদ এর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন আখন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মেলেটারী , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল মান্নান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরে আলম মাস্টার, মোসলেহ উদ্দিন সিরাজী প্রমুখ।