আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে আগামী মঙ্গলবার (২০শে ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) বাদ আসর অনুষ্ঠিত হবে ৩য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। উথলী দক্ষিণপাড়া যুবসমাজের উদ্যোগে দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন স্থানে এই কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তরুণ ওয়ায়েজ হাফেজ মাওলানা ক্বারী যুবায়ের আহমাদ তাশরীফ (ঢাকা)। ২য় বক্তা হিসেবে তাফসির পেশ করবেন বাংলাদেশ দা’ঈ ইল্লাল্লাহ্ ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা এইচএম ইব্রাহীম খলিল (চাঁপাইনবাবগঞ্জ)। এছাড়া তাফসির পেশ করবেন স্থানীয় ওলামায়ে কেরামগণ।

উথলী দক্ষিণপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক হামজার আলীর সভাপতিত্বে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপ।
বিষয়টি নিশ্চিত করেছেন উথলী ইউনিয়ন ছাত্রলীগ ও মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মনিরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘উথলী দক্ষিণপাড়া যুবসমাজের উদ্যোগে আগামী মঙ্গলবার উথলী দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন স্থানে ৩য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।’
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।