বরিশাল প্রতিনিধি:: বরিশাল নগরীর চকবাজার জামে এবায়েদুল্লাহ মসজিদে এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
জানা যায়, স্থানীয় মুসল্লীরা জোহরের নামাজ আদায় করতে সবাই যখন প্রস্তুত হচ্ছিল ঠিক সেই সময় ইমামের কক্ষের এসি বিকট শব্দে বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। তাৎক্ষণিক মুসল্লিরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় ফায়ার সার্ভিসকে ফোন দিলে দ্রুত তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ইমামের কক্ষে থাকা বিভিন্ন আসবাবপত্র ও ইসলামিক বই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার রবিউল আলামিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়েছে। ধারণা করা হচ্ছে এসি থেকেই আগুনের সূত্রপাত। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।