খবর বিজ্ঞপ্তি: দৈনিক কালের কন্ঠের বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এর পিতা আলহাজ্ব মোঃ কাঞ্চন হাওলাদার (৯৯) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (১১ জুন) রাত সাড়ে ১১ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার এ মৃত্যুতে এক শোকবার্তায় বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা সহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।