অলিউল্লাহ খান:: মো: আবদুল্লাহ (১৩) নামে একজন মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছেন। সে বরিশালের কুদ্দুস মিয়ার ছেলে । জানা যায়, আজ (২৯ জুন) বরিশালের মোহনা ক্লাব এর পাশে বাসা থেকে ৩টার সময় খাজা মাইনুদ্দীন মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয় । এরপর থেকে তার কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনরা।
এ বিষয়ে থানায় জিডির প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা। হারানোর সময় তার পরনে পাঞ্জাবি-টুপি ছিল। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগের ঠিকানা: কুদ্দুস মিয়া মোবাইল নং: ০১৯২৫-৪৩৯৯৮৭, মো. পলাশ মৃধা ০১৯২১০-৭৩২৮৪।