ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগরে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে চার ব্যাবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২২শে আগস্ট ২০২৪) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে জীবননগর বাজার এলাকায় পরিচালিত অভিযানে আড়ত, সবজি, ডিম, মুদিদোকান, মাছসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এসময় মেসার্স নুর ইউনানি ফার্মেসিতে তদারকিতে নিম্নমানের অননুমোদিত এবং মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন ঔষধ বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. হুসাইনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা এবং অপর একটি প্রতিষ্ঠান মেসার্স মান্নান ইউনানি ফার্মেসির মালিক মো. মাসুম আলীকে একই অপরাধ ও ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে মেসার্স নাজিম স্টোর নামক প্রতিষ্ঠানে অভিযানে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য বিক্রয় এবং অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. নাজিম উদ্দিনকে ৪৩ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা এবং মেসার্স গাজি স্টোরে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর ও অননুমোদিত রঙ দেয়া চিপস বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সাকিব রহমানকে ৪৫ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সবজি বাজার, মুদি দোকান, আলু পেয়াজের আড়তসহ আরও কিছু প্রতিষ্ঠানে তদারকি করা হয়। সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। এছাড়া সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।

জীবননগর থানার এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত থেকে অভিযান পরিচালনার কাজে সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সজল আহম্মেদ।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।