ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

জীবননগর সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২শে অক্টোবর ২০২৪) বিকালে জীবননগর সাংবাদিক সমিতির কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জীবননগর সাংবাদিক সমিতির উপদেষ্টা শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারায়ন চন্দ্র পাল।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস এবং উথলী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ। এসময় জীবননগর সাংবাদিক সমিতির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জীবননগর সাংবাদিক সমিতির সহসভাপতি চাষি রমজান।

উল্লেখ্য, দৈনিক নয়াদিগন্তের জীবননগর প্রতিনিধি আতিয়ার রহমানকে সভাপতি এবং দৈনিক যুগান্তরের জীবননগর প্রতিনিধি ফয়সাল মাহাতাব মানিককে সাধরাণ সম্পাদক করে গত ৬ই অক্টোবর জীবননগর সাংবাদিক সমিতির ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।