প্রতীকী ছবি!
আপডেট নিউজ ডেস্ক:: ইসলামে নতুন বছরে অনেক করণীয় রয়েছে। তন্মধ্যে ব্যক্তি, পরিবার, সমাজ ও মানবতার জন্য ত্যাগ স্বীকার অন্যতম। বছরের প্রথম দিনে ব্যক্তি পুরনো বছরের আত্মপর্যালোচনা করবে। নতুন বছরের কর্মপরিকল্পনা সাজাবে। ঈমান ও আমলের সমৃদ্ধির জন্য কর্মতৎপর হয়ে ওঠবে। এই কাজটি সহজ করার জন্য সবার উচিত- কোরআন-হাদিস চর্চা ও সিরাত-সাহিত্য অধ্যয়নের পরিকল্পনা হাতে নেওয়া।
বরেণ্য আরবি সাহিত্যিক শায়খ আলী তানতাবির বলেন, ‘মুসাফির পথের একটি মনজিল অতিক্রম করার পর একটু থামে। পেছন ফিরে দেখে, কতটুকু পথ সে অতিক্রম করেছে আর কতটুকু বাকি। ব্যবসায়ী বছরশেষে হিসাব করে এক বছরে কী পরিমাণ লাভ হয়েছে কিংবা কোনো লোকসান হয়েছে কি না! নতুন বছর একটি নতুন স্টেশন। জীবনের পথ চলতে গিয়ে আমরা এখানে একটু থামি। বুঝতে পারি, জীবন থেকে আরো একটি বছর চলে গেছে! এখানে এসে আমরাও কি একটু হিসাব মেলাব না’?
অতএব, চলুন বছরের শেষ-শুরুতে আমরা নিজেকে নিয়ে একটু ভাবি, কায়মনোবাক্যে দুনিয়া ও আখেরাতের কামিয়াবি প্রার্থনা করি। তাওবা-ইস্তেগফারে নতুন বর্ষকে কাজে লাগাই আর স্মরণ করি বিশ্বনবী রাসূলুলালাহ সাল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লা এর বাণী, كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ، وَعُدَّ نَفْسَكَ فِي أَهْلِ القُبُورِ