গত ২৭ জানুয়ারী বরিশালের স্থানীয় দৈনিক সংবাদ সকাল সহ কয়েকটি পত্রিকা ও অনলাইনে প্রকাশিত একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। এতে আমাকে পলাতক লিখে বেশ কিছু আপত্তিজনক মন্তব্যও করা হয়েছে। যা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন।
তাছাড়া আমি কেন মসজিদ মাদরাসা ও অসহায় মানুষদের দান করি তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এলাকাবাসীর বিপদ আপদের খবর শুনলে কেন ঢাকা থেকে ছুটে আসি তা নিয়ে বিস্ময় প্রকাশ করা হয়েছে। এসব কারনে আমি এখনো কেন কোন মামলার আসামী হলাম না তা নিয়ে কিছু লোকের গলদঘর্মের তথ্যও প্রকাশ করা হয়েছে।
আমি এমন আজব সংবাদ দেখে হতবাক ও মর্মাহত হয়েছি। আমার জানামতে আমার দ্বারা কোন মানুষ কোনদিন ক্ষতিগ্রস্থ হয়নি। পিতার শিক্ষা হিসেবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি সব সময়।
সম্প্রতি একটি চক্র আমার তালাবদ্ধ ঘরটির দরজা ভেঙ্গে লুট করার চেষ্টাও করেছে। সেসব চক্রেরই গুটিকয়েক চালবাজ লোক সাংবাদিক ভাইদের মনগড়া ও বানোয়াট তথ্য দিয়ে এসব ভুলভাল সংবাদ প্রকাশ করিয়েছে।
আমার পিতার সুখ্যাতি এবং আমার ভাবমর্যাদা ক্ষুন্ন করতেই এমন গর্হিত কাজ করেছে তারা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

জহিরুল ইসলাম খান লিটন
চরামদ্দি, বাকেরগঞ্জ, বরিশাল।